চবি ছাত্রদলের নেতাকে স্থায়ী বহিষ্কার

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৩:২৫ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার (১২ অক্টোবর) এক বিজ্ঞপিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনি. সহ সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

‎‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধচমেকে এসি বিষ্ফোরণ, ৭ তলা থেকে পড়ে দগ্ধ ৩
পরবর্তী নিবন্ধপটিয়ায় খেলনা দেওয়ার কথা বলে শিশু ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১