চবি চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে স্থানান্তর শুরু

ক্লাস কাল থেকে, পুরাতন কলা অনুষদ ভবনে চলবে শ্রেণি কার্যক্রম

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ মে, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

দীর্ঘদিন আন্দোলনের পর অবশেষে চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া সড়কে চারুকলা ইনস্টিটিউট থেকে আসবাবপত্র মূল ক্যাম্পাসে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে চারকলার আসবাবপত্র নেওয়া শুরু হয়। এ সময় শিক্ষার্থীরাও জিনিসপত্র নিতে সহযোগিতা করেন। আগামীকাল থেকে মূল ক্যাম্পাসে ক্লাস শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গতকাল আসবাবপত্র নেওয়ার সময় শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ইনস্টিটিউটে উপস্থিত হন এবং শিক্ষকশিক্ষার্থী ও কর্মকর্তাকর্মচারীর মাঝে মিষ্টি বিতরণ করেন।

জানা গেছে, চারুকলা ইনস্টিটিউট পুরাতন কলা ও মানববিদ্যা অনুষদে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে। এর জন্য তাদের ভবনের চারতলার ২৩টি কক্ষ, তৃতীয় তলা কিছুদিনের মধ্যে খালি হলে পুরোটা তাদের দেওয়া হবে। এছাড়া নিচতলায় শিক্ষকদের কক্ষ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করবে চারুকলা ইনস্টিটিউট।

চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, অবশেষে চারুকলা মূল ক্যাম্পাসে ফিরছে। এর দৃশ্যমান কার্যক্রম আমরা দেখছি। আমরা আনন্দিত। এর জন্য আমাদের অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। অনেক হেনস্তাও হতে হয়েছে। বর্তমান প্রশাসনকে ধন্যবাদ। এই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরানোর ব্যাপারে প্রশাসনের আন্তরিকতার কমতি ছিল না। আমাদের জন্য পর্যাপ্ত ক্লাস রুম দিয়েছে প্রশাসন।

চবির প্রক্টর প্রফেসর ড. তানভীর হায়দার মোহাম্মদ আরিফ আজাদীকে বলেন, আজ থেকে চারুকলা মূল ক্যাম্পাসে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। এরপর বৃহস্পতিবার থেকে তাদের ক্লাস হওয়ার কথা রয়েছে। তাদের পুরাতন কলা ভবনে কক্ষ দেওয়া হয়েছে।

চবির উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, সিন্ডিকেট মিটিংয়ে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সমাবর্তনের প্রস্তুতির জন্য ক্যাম্পাসে শিফট করা সম্ভব হয়নি। আজ (মঙ্গলবার) থেকে মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটের সরঞ্জামগুলো নিয়ে আসা হচ্ছে।

চারুকলা ইনস্টিটিউটের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, শিক্ষার্থীরা চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন করেছিল। তাদের দাবিটি সিন্ডিকেট মিটিংয়ে বাস্তবায়িত হয়েছে। আজ (মঙ্গলবার) চূড়ান্তভাবে চারুকলা মূল ক্যাম্পাসে ফিরছে।

প্রসঙ্গত, চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে ২২ এপ্রিল আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। পরদিন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর সিদ্ধান্ত হয়।

নগরীর বাদশা মিয়া সড়কে অবস্থিত চট্টগ্রাম চারুকলা কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সঙ্গে সংযুক্ত করে ২০১০ সালে চারুকলা ইনস্টিটিউট করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে নগরে ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য শিক্ষার্থীরা ২০২২ সাল থেকে আন্দোলন শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
পরবর্তী নিবন্ধছয়তলা ভবনের গায়ে হেলে পড়ল সাততলা ভবন