চবি ক্যাম্পাসে থেকে ৯৬ বস্তা আবর্জনা অপসারণ করল কোয়ান্টাম সোসাইটি

আজাদী প্রতিবেদন  | শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন শেষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ৯৬ বস্তা ময়লাআবর্জনা পরিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি। গতকাল বৃহস্পতিবার ২৩শ একরের ক্যাম্পাসজুড়ে এ পরিচ্ছন্নতা অভিযান চালায় সংগঠনটির শতাধিক স্বেচ্ছাসেবক।

এর আগের দিন বুধবার চবির সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে কেবল সমাবর্তীই অংশ নেন প্রায় ২৩ হাজার। এর বাইরে যারা নিবন্ধন করেননি তারা অনেকে ক্যাম্পাসে আসেন। এছাড়া সমাবর্তীদের অভিভাবক, পরিবারপরিজন, অতিথি, শিক্ষকশিক্ষার্থীবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিবর্গ মিলিয়ে সেদিন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় চবি ক্যাম্পাসে। এদের বিচরণে ক্যাম্পাসজুড়ে আবর্জনার স্তূপ হয়। এসব আবর্জনা নিজেদের ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে পরিচ্ছন্ন অভিযান চালায় চবি কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি। এ অভিযানের পর অনেকেই এ কাজের প্রশংসা করছেন। চবির সাবেক এক শিক্ষার্থী পরিচ্ছন্নতা অভিযানের ছবি শেয়ার করে লিখেন, আজ সমাবর্তনের পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির শতাধিক স্বেচ্ছাসেবক নিয়ে চবি ক্যাম্পাস পরিষ্কারপরিচ্ছন্ন করেছে। তারা মোট ৯৬ বস্তা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এ সংগঠনের কাজ প্রশংসা পাওয়ার যোগ্য। যারা এ কাজ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা।

এ ব্যাপারে প্রক্টর প্রফেসর ড. তানভীর হায়দার মোহাম্মদ আরিফ বলেন, আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ক্যাম্পাসে ৯৬ বস্তা ময়লা পরিষ্কার করেছে। সমাবর্তন পরবর্তী সময়ে এমন আয়োজন সত্যি সময়ের দাবি। কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি সেই দাবি পূরণের চেষ্টা করেছে। তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকুক, সফলতা লাভ করুক এমনিই প্রত্যাশা। যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই।

পূর্ববর্তী নিবন্ধপারকি সৈকতে পরিকল্পিত উন্নয়ন কাজ করা হবে
পরবর্তী নিবন্ধঅবৈধভাবে মাটি কাটায় পটিয়ায় তিনজনকে কারাদণ্ড