অচিরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকের দূষণ থেকে রক্ষা করতে প্রশাসন কাজ করছে। গতকাল সকাল সাড়ে ৯টায় চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের আয়োজনে মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে ‘ কমিউনিটি–বেইজড রিডাকশন অফ প্লাস্টিক পল্যুশন: কেস অফ সার্কুলার ইকোনমি অ্যান্ড বায়োডিগ্র্যাবল প্রোডাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ও ‘এনভাইরনমেন্টালি সাউন্ড ডিসপোজাল অফ প্লাস্টিক ওয়েস্টেস’ বিষয়ক মুক্ত আলোচনায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।
চবি উপাচার্য বলেন, প্লাস্টিক একটি বহুল ব্যবহৃত পরিবেশ দূষণকারী পণ্য। গবেষকদের মতে–১৯০৭ সাল থেকে প্লাস্টিক পণ্য ব্যবহৃত হয়ে আসছে। প্লাস্টিক বর্জ্য শুধু পরিবেশ দূষণই করে না, এটি জনস্বাস্থ্যের জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করে। প্লাস্টিক বিভিন্ন রাসায়নিক উপাদানে তৈরি, যা খাদ্য ও পানিতে মিশে কালক্রমে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। এগুলো মাছসহ জলজ প্রাণীর শরীরে প্রবেশ করে এবং খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানব শরীরেও পৌঁছে যায়। এসব মাইক্রোপ্লাস্টিক মানব শরীরে ক্যান্সার, হরমোনের ভারসাম্যহীনতা, বন্ধ্যাত্ব ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।
তিনি বলেন, মানুষ দীর্ঘসময় প্লাস্টিক পণ্য ব্যবহারের ফলে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব পড়ছে। এর থেকে পরিত্রাণ পেতে আমাদের গবেষকরা প্লাস্টিকের বিকল্প পণ্য ইতোমধ্যে আবিষ্কার করেছেন। এটি তাদের দীর্ঘ গবেষণার ফসল। এ পণ্য যেমনভাবে পরিবেশবান্ধব হবে, একইসাথে দেশের কাঁচামাল ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে এসব পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করা সহজ হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান। এতে সভাপতিত্ব করেন চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও গবেষণা দলের সদস্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার এবং চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ও গবেষণা দলের সদস্য ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের প্রভাষক নায়না ইসলাম। কর্মশালায় উন্মুক্ত আলোচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন এবং নিজ নিজ মতামত ও সুপারিশমালা পেশ করেন। অনুষ্ঠানে চবি বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।