চবি কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৯১.৩২%

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগের পরীক্ষা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। গতকাল শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হয়। এ কেন্দ্রে আবেদন করেন ৯ হাজার ২১ জন শিক্ষার্থী। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ২৩৮ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৯১ দশমিক ৩২ শতাংশ।

ঢাবি ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সমন্বয়ক প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান আজাদীকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯ হাজার ২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করে। অনুপস্থিত ছিল ৭৮৩ জন। উপস্থিতির হার ৯১ দশমিক ৩২ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের দুটি ভবন, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন পর্যবেক্ষক চবিতে এসেছেন পরীক্ষা দেখভাল করার জন্য।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, শান্তিপূর্ণভাবে ঢাবির ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তরের প্রহরী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধওভারটেক করতে গিয়ে বাইক আরোহী ট্রাকের নিচে, ঘটনাস্থলে মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্যারেড ময়দানে কাল শুরু তাফসিরুল কুরআন মাহফিল