ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২৫– ২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদ (ড. মুহাম্মদ ইউনূস ভবন) এবং কলা ও মানববিদ্যা অনুষদে (শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।চবি কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী জানান, ২০২৫ু২০২৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চবি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মোট ৬ হাজার ৭১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬ হাজার ৪৫৬ জন। এতে উপস্থিতির হার ছিল প্রায় ৯৮ শতাংশ।
পরীক্ষা চলাকালীন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সমাজবিজ্ঞান অনুষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চবি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, উপজেলা প্রশাসন, ট্রাফিক প্রশাসন ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, প্রফেসর ড. শান্টু বড়ুয়া, সহকারী প্রক্টর দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল আজিম, সহকারী অধ্যাপক খন্দকার রুবাইয়াত মুরসালিন প্রমুখ।











