চবি এলামনাই এসোসিয়েশনের বাংলা গানের মেলা অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

| রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং সম্প্রীতি সমাবেশ ও বাংলা গানের মেলা অনুষ্ঠানের ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিআরবি শিরীষ তলায় এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। গতকাল সন্ধ্যায় চারুকলা ইনস্টিটিউটস্থ এলামনাই কার্যালয়ে ব্যাচ ও বিভাগ ভিত্তিক মতামত সভা এবং অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়।
সভার সভাপতিত্ব করেন চবি এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কদর। সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, কার্যকরী সদস্য এজেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান হারুন, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ ছগীর আহম্মদ, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সাকি, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জিন্নাত পারভীন সাকি, ফেরদাউস বশির সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ ও বিভাগ ভিত্তিক প্রতিনিধিরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভায় সভাপতি আগামী ১০ ডিসেম্বর ব্যাচ ও বিভাগ ভিত্তিক সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে প্রাণবন্ত ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের জন্য সকল চবিয়ান বন্ধুদের http://cu-alumni.org/alumni/public_event.php লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহন নিশ্চিত করতে অনুরোধ করেন। ছবি ও দু-একটি তথ্য দিয়ে মাত্র ১ মিনিটের কম সময়ে এ রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। রেজিস্ট্রশন সম্পন্ন করে দাওয়াত পত্রের সফট কপি ডাউনলোড করে রাখতে বা হার্ড কপি প্রিন্ট করে সাথে রাখার অনুরোধ করা হয়। অনুষ্ঠানের দিন প্রবেশপথে দাওয়াত পত্রের সফট কপি বা হার্ড কপি প্রদর্শন করে অনুষ্ঠানে প্রবেশ করতে হবে। উল্লেখ্য, এবারের অনুষ্ঠানের কোন রেজিস্ট্রেশন ফি নেই।
সবাইকে সময়মতো রেজিষ্ট্রেশন সম্পন্ন করে অনুষ্ঠান অংশগ্রহনের মাধ্যমে গৌরবদীপ্ত মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য সকল ব্যাচ ও বিভাগ ভিত্তিক এলামনাইদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে সাংবাদিকতায় মকছুদ আহমেদ পথিকৃৎ
পরবর্তী নিবন্ধইউপি ভোটে সহিংসতার পেছনে ব্যক্তিগত দ্বন্দ্ব : আইনমন্ত্রী