চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ.এফ. রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সকালে চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) ও চবি কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি এ.এফ. রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন।
অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান জালাল উপস্থিত ছিলেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ ও হল সংসদের জিএস তামিম চৌধুরী। বিচারকদের পক্ষে হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ ফায়সাল এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ মো. ইয়েনকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। এ.এফ. রহমান হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ ফায়সালের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ মো. নাইমুর রহমান (রাফসান)। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ.এফ. রহমান হল সংসদের ভিপি কাজী শাহরিয়ার আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানজিম আশরাফ রাতুল।











