চবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৫২.৩৯ শতাংশ

বি২ ইউনিটের পরীক্ষা আজ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৪:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ‘এ ইউনিটের’ ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে। ‘এ ইউনিটে’ মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৯ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় পাস করেছে ৫২.৩৯ শতাংশ শিক্ষার্থী। সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯০.৬৫। ‘এ ইউনিটের’ অধীনে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন বলেন, এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, পাসের হার ৫২.৩৯ শতাংশ। অন্যান্য ইউনিটগুলোর দ্রুতই ফল প্রকাশ করা হবে।

আজ ‘বি২’ উপইউনিটের ভর্তি পরীক্ষা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি২’ উপইউনিটের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৭ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোসাইন জানান, বি২ ইউনিটটি আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত। এই উপইউনিটে আসন রয়েছে ২৮০টি। এতে আবেদন করেছেন ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ১৭ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদভাবে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫ শত ৫৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪০ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২শ ৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় ওএমআর শিট দেওয়া হবে। বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে। এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি পদ্ধতিতে (এমসিকিউ) ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ‘বি২’ ইউনিটে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের অরাজনৈতিক সফরে ‘রাজনৈতিক সুফল’ পাবে বিএনপি
পরবর্তী নিবন্ধখতনা করাতে ৭ বছরের শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন