চবি উপাচার্যের সাথে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৪৮ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে গতকাল শনিবার ক্যম্পাসস্থ উপাচার্যের বাসভবনে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপ-উপাচার্য (একাডেকিম) প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এস মনিরুল হাসান, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী, আইকিউএসির পরিচালক প্রফেরস ড. মোহাম্মদ আবুল হোসাইন, আইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম, এস্টেট শাখার প্রশাসক ড. মো. মঈনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশেষ গবেষণা অনুদান পেলেন সিভাসুর ১৪ শিক্ষক
পরবর্তী নিবন্ধচবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পুনর্মিলনী