চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে তার অফিস কক্ষে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস আলবার্ট আনর্ল্ড গত বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ ও এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন, প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক তাসনিয়া রুবাইয়াত ও সৈয়দা ফারিহা লাহারিন উপস্থিত ছিলেন। উপাচার্য অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি অতিথিকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উপাচার্য বলেন, দেশে জুলাই–আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি দেশ–বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলবার্ট আনর্ল্ড চবির শিক্ষার সুষ্ঠু ও চমৎকার পরিবেশের কথা জেনে সন্তোষ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।