আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের একটি টিম গতকাল বুধবার উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান, সহসভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, সহসভাপতি মো. মফিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান ও কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী প্রমুখ।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের অফিসারবৃন্দ হলেন প্রশাসনের অন্যতম চালিকা শক্তি। তাঁরা মেধা, প্রজ্ঞা ও দক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সচেষ্ট থাকেন। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসারবৃন্দের ন্যায্য দাবি-দাওয়া পূরণে প্রশাসন আন্তরিক। ইতোমধ্যে অফিসারদের দাবি পূরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।