চবি উপাচার্যের কাছে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ক গবেষণা গ্রন্থ হস্তান্তর

| বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের প্রকাশিত চবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মরহুম প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম রচিত ‘PHYTOCHEMISTRY OF MEDICAL ORCHIDS Bangladesh Prespective’ শীর্ষক গ্রন্থের একটি কপি গতকাল বুধবার চবি উপাচার্য দপ্তরে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নিকট হস্তান্তর করেন প্রফেসর ড. কামরুল হুদার স্ত্রী হাটহাজারী সরকারী কলেজের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা সানজিদা পারভীন তিবরীজি ও চবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। এ সময় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে সুজন
পরবর্তী নিবন্ধদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে