চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওরিয়েন্টেশন

| শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশ প্রোগ্রাম গতকাল বৃহস্পতিবার কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক এবং প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী।

বিভাগের সভাপতি মোহাম্মদ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম। বক্তব্য রাখেন অধ্যাপক ড. রওশন আরা আফরোজ, অধ্যাপক ড. মো. আহসানুল কবীর, মো. আবুল বাশার ও এস এ এম জিয়াউল ইসলাম।

উপ-উপাচার্য বলেন, দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরাই এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তিনি এ সুযোগ কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের জ্ঞানভান্ডার থেকে জ্ঞান আহরণের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

শিক্ষার্থী ইমরুল হাসান ও খাদিজা আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিশাত শাহারিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ
পরবর্তী নিবন্ধহোম সার্ভিস