চবি অফিসার সমিতির মানববন্ধন

চবি প্রতিনিধি | সোমবার , ২০ জুন, ২০২২ at ১১:২৯ পূর্বাহ্ণ

অভিন্ন নীতিমালায় ১২দফা সংযোজনের দাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ডাকে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

গতকাল রোববার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানীর সঞ্চালনায় চবি বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মো. আমিরুল ইসলাম, মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান ভার্চুয়ালী বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসেন, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) হাসান মিয়া, মশিবুর রহমান, মো. দেলোয়ার হোসেন ও আবুল মনসুর সিকদার।

পূর্ববর্তী নিবন্ধহালদা প্রাকৃতিক মৎস্য প্রজনন ও সংরক্ষণ বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণে বকুল চেয়ারম্যান আজন্ম কাজ করে গেছেন