চন্দ্রনাথে উঠতে গিয়ে ভিড়ে পুণ্যার্থীর মৃত্যু, অসুস্থ ২৫০০

শিবচতুর্দশী মেলা ।। নারীসহ ৩০ ছিনতাইকারী আটক, ৪৮টি মোবাইল উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে উঠার সময় ভিড়ে আটকা পড়ে দিলীপ সাহা (৫৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার সময় মহাতীর্থের চন্দ্রনাথ ধামের বীরুপাক্ষ মন্দিরের তলদেশে এ ঘটনা ঘটে। নিহত পুণ্যার্থী বরিশাল জেলার রবি সাহার পুত্র। এছাড়া মেলার দুইদিনে চন্দ্রনাথে উঠতে গিয়ে অসুস্থ হয়েছে আড়াই হাজার তীর্থযাত্রী।

নিহত দিলীপের শ্যালক মানিক সাহা জানান, তারা বরিশাল থেকে সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডে আসেন। দুপুরে তারা চন্দ্রনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দেন। ভিড় ঠেলে বীরুপাক্ষের অনেকটা কাছাকাছি গিয়ে উঁচু একটি জায়গায় আটকা পড়েন। দীর্ঘক্ষণ আটকে থাকার পর ভিড়ের চাপে অসুস্থতা বোধ করেন দিলীপ। এক পর্যায়ে বুকের ব্যথায় পাহাড়ি রাস্তার মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান। পরে স্বেচ্ছাসেবকের মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানালে তাঁরা ইকোপার্ক হয়ে নিহত ওই পুণ্যার্থীর মরদেহ নিচে নামিয়ে আনেন।

সীতাকুণ্ড থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, তীর্থ দর্শনে পাহাড়ের উঠার সময় স্ট্রোক করে এক মধ্যবয়সী পূণ্যার্থী নিহত হন। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, তীব্র ভিড়ে মরদেহটি নিচে নামাতে বেগ পেতে হয়েছে। মরদেহ সন্ধ্যায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে গতকাল সীতাকুণ্ড মন্দির সড়ক থেকে চন্দ্রনাথ মন্দিরের পাদদেশ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ লোকে লোকারণ্য ছিল। শিব মন্দির দর্শন করতে গিয়ে দর্শনার্থীদের ভিড়ের চাপে গত দুই দিনে অসুস্থ হয়েছে প্রায় আড়াই হাজার ভক্ত।

পটিয়া থেকে আসা তীর্থযাত্রী কৃষ্ণ ধন সাহা জানান, চন্দ্রনাথ ধামে উঠার রাস্তাটি চলাচলের অনুপোযোগী হওয়াই অনেক ভক্ত উঠতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। নিখিল রঞ্জন দাস নামে একজন বলেন, দশ বছর ধরে তীর্থ করতে আসছি। চন্দ্রনাথে উঠার রাস্তা ও মন্দিরগুলোর কোন পরিবর্তন হয়নি।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন জানান, বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনেকটাই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শিব চতুর্দশী মেলা। মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা জানান, তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা গতকাল শনিবার সন্ধ্যার পর তিথি শেষ হয়েছে। তবে মেলার আনুষ্ঠানিকতা চলবে রবিবার (আজ) দুপুর পর্যন্ত। তবে স্রাইন কমিটির সমন্বয়হীনতার কারণে গতবারের চেয়ে এবারের মেলা অনেকটাই নিষ্প্রাণ ছিল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, প্রতিবারের ন্যায় এবারও শিবচতুর্দশী মেলায় তিনজন চিকিৎসকের নেতৃত্বে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। মেলার দুইদিনে চন্দ্রনাথে উঠতে গিয়ে অসুস্থ হয়ে আড়াই হাজার তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।

ছিনতাই : মেলায় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ৩০ ছিনতাইকারীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৪৮টি মোবাইল উদ্ধার করা হয়। শুক্রবার রাতে এবং গতকাল দিনে চন্দ্রনাথধামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন আসাদ (২৭), রুবেল (১৮), সদীব (২৪), মো. জুয়েল (২২), ইসমাইল হোসাইন (২৪), সাইফুল ইসলাম (২৩), শান্ত বনিক (২৩), আকাশ শীল (২২), মো. রবিউল (২৮), মো. পারভেজ (৩০), মো. সোহাগ (৪৩), মো. সজিব (২২), মো. আলামিন (২০), সাইফুল ইসলাম রনি (২৭), মো. পাবেল হোসেন (৩৫), ইমন হোসেন (২৩), শাহিন (১৮), শাহ আলম (১৯), মো. এমরান (২১), মো. জীবন (২২), আব্দুল হানিফ (২৪), রোহিত মিয়া (৩৮), মহসিন (২১), মো. সাদ্দাম (২২), মো. জাবেদ (২৩), রুবেল (২২), তাসলিমা বেগম (৩৫), সালমা বেগম (২৬), নার্গিস বেগম (২০) ও কুলসমা বেগম (৩০)

ভুক্তভোগী তীর্থযাত্রীরা জানান, ছিনতাইকারীরা পাহাড়ি রাস্তার পাশে থাকা জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে মুহূর্তের মধ্যে জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়।

ওসি কামাল উদ্দিন বলেন, রাতভর অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৩০ জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ৪৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা মেলায় আসা তীর্থযাত্রীর কাছ থেকে এ ফোনগুলো চুরি ও ছিনতাই করে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছে। গতকাল শনিবার বিকালে চুরি ও ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মহেশখালীর আদিনাথ মন্দির : মহেশখালী প্রতিনিধি জানান, আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পুজার মূল পর্ব শিব দর্শন গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে। গতকাল সকাল থেকে দেশ বিদেশের হাজার হাজার পুজারীরা শিব দর্শন করেন। তবে মূল পর্বের পরেও আগামী ৩ দিন পুজা ও দর্শন উৎসব চলবে। আগামী ১০ দিন পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পার্টিতে রওশন ব্র্যাকেট, চুন্নু বললেন তারাই মূল
পরবর্তী নিবন্ধছয় দিন পর নিভল আগুন