চন্দ্রনাথ পাহাড়ে ছিনতাইয়ের কবলে ৯ পর্যটক

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ৫:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে ছিনতাইয়ের কবলে পড়েছেন ৯ পর্যটক। গত শুক্রবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পর্যটকদের কাছ থেকে ৯টি মুঠোফোন ও ২৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার শিকার পর্যটকেরা থানায় গিয়ে মৌখিক অভিযোগ করলেও মামলা করতে রাজি হননি বলে জানায় পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, চন্দ্রনাথ পর্বতারোহীদের নির্দেশনা দেওয়া হয়েছে, সকাল আটটার আগে কেউ যেন চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণ না করেন। কিন্তু ১০ জনের এ পর্যটক দল থানায় কোনো ধরনের তথ্য না দিয়ে পাহাড়ে ভ্রমণ করতে যায়। এতে বিপত্তি বাড়ে। শুক্রবার ভোরে চারজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে মুঠোফোন ও কিছু টাকাপয়সা ছিনিয়ে নেয়। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, পাহাড় ভ্রমণের জন্য রূপসী সীতাকুণ্ডসহ বিভিন্ন লোকাল ট্যুর অপারেটর রয়েছে। তারা তাদের পর্যটকদের ভ্রমণের আগে থানায় অবহিত করে। পুলিশও তখন সতর্ক অবস্থানে যায়। কিন্তু কোনো নিয়ম না মেনে ভ্রমণ করে পর্যটকেরা নিজেদের বিপদ বাড়ান। গত শুক্রবার সকালে ছিনতাইয়ের ঘটনায় জড়িত লোকদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধছিনতাইয়ের শিকার চার ব্যবসায়ী
পরবর্তী নিবন্ধহলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের জন্য কাজ করতে হবে