কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হলো খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার ৬ষ্ঠ সম্মেলন। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্ণফুলী শিশু বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা, খেলাঘরের দলীয় পতাকা এবং পায়রা অবমুক্ত করে সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর জেলা কমিটির সভাপতি মো. খোরশেদ আলম, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক শোভন সেন গুপ্ত, কেন্দ্রীয় খেলাগর আসরের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুনু আলী, প্রকৌশলী স্বপন কুমার সরকার, কেপিএমের জিএম (উৎপাদন) মাইদুল ইসলাম এবং কেপিএমের প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ।
প্রধান অতিথি বলেন, খেলাঘরের উদ্দেশ্য হলো অসামপ্রদায়িকতা, বিজ্ঞান মনষ্ক জাতি গড়ে তোলা এবং একজন শিশুকে মুক্তমনা করো গড়ে তোলা। শিশুদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতেও খেলাঘর অনন্য ভূমিকা রেখে আসছে।
সম্মেলন উদ্বোধনের পর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিল আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। পরে কেপিএম মহিলা ক্লাবে আলাচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।












