চন্দ্রগ্রহণ আজ দেখা যাবে বাংলাদেশে

| শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

সহস্র বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে আজ, যা বাংলাদেশ থেকেও কিছুটা দেখা যাবে। আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক মহা. আছাদুর রহমান জানিয়েছেন, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে শুক্রবার চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণটি আংশিক দেখা যাবে। খবর বিডিনিউজের।
ঢাকায় বিকাল ৫টা ১৩ মিনিটে, ময়মনসিংহে ৫টা ১১ মিনিটে, চট্টগ্রামে ৫টা ১০ মিনিটে, সিলেটে ৫টা ৫ মিনিটে, খুলনায় ৫টা ১৮ মিনিটে, বরিশালে ৫টা ১৫ মিনিটে, রাজশাহীতে ৫টা ১৯ মিনিটে এবং রংপুরে ৫টা ১৪ মিনিটে চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে অধিদপ্তর।
আংশিক চন্দ্রগ্রহণের ক্ষেত্রে পৃথিবী চাঁদকে সম্পূর্ণ ঢাকে না, ফলে চাঁদ আংশিক দৃশ্যমান হয়। বাংলাদেশে শুক্রবার সন্ধ্যায় খানিকটা দেখা গেলেও উত্তর আমেরিকা থেকে তা সবচেয়ে ভালোভাবে দেখা যাবে বলে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে। দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়ার উত্তর-পূর্বাংশ থেকেও এই চন্দ্রগ্রহণ অনেকটা দেখা যাবে। নাসা বলছে, ৩ ঘণ্টা ১৮ মিনিট ২৩ সেকেন্ডব্যাপী এই গ্রহণ চলবে এবং পূর্ণগ্রহণের সময় চাঁদের ৯৯ শতাংশই ঢাকা পড়বে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি যত খুশি গালি দিক, কিছু করার নেই : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধকবি খালিদ আহসান আমাদের কাছে স্বমহিমায় উদ্ভাসিত