চন্দনাইশের বরকলে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন

| শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৭:০৫ পূর্বাহ্ণ

বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা “অর্গানাইজেশন অব ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” এর আয়োজনে চন্দনাইশের বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি প্রমিলা ফুটবল ম্যাচ ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপলোমেসি চাকমা। বিশেষ অতিথি ছিলেন দোহাজারী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নারীশান্তিনিরাপত্তার সদস্য মো. জাফর আহমদ, বরকল আবদুল হাইআনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুরুল কবির চৌধুরী, বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ফরহাদ হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরকল ইউনিয়ন পরিষদের সদস্য আয়েশা আক্তার আজাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওডেবের এরিয়া অফিসার মো. মাহমুদুল হক। সভাপতিত্ব করেন ওডেবের প্রজেক্ট অফিসার রতন দেব। খেলায় সার্বিক সহযোগিতা করেন ওডেবের পিও শ্রাবস্তী মজুমদার জুঁই, সজল দাশ, ফয়জুল হাকিম, মাঠকর্মী হাসিনা আকতার, অনুপমা সাহা, রূপন দাশগুপ্ত, সানি শীল প্রমুখ। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় ও বরকল আবদুল হাইআনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রী ফুটবল একাদশ। এতে রেফারী ছিলেন বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আমিনুল ইসলাম। ৬০ মিনিটের নির্ধারিত সময়ে ১১ গোলে ড্র থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। এতে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় ৫৪ গোলে বরকল আবদুল হাইআনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও পুরষ্কার সামগ্রী বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধকে. ডি. প্রভাতী ক্লাব ফুটবল টুর্নামেন্টে কর্ণফুলী চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধকাজটা কঠিন হলেও গ্লোবাল সুপার লিগে রংপুরকে চ্যাম্পিয়নই দেখতে চান আশরাফুল