চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী চন্দনাইশের হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল কর্মী জহিরুল ইসলাম বাচার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৪ কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা বসতঘর উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। গতকাল রোববার ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বসতঘরের চাবি বাচার পরিবারের সদস্যদের হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাচার পরিবারের সদস্যদের চাবি হস্তান্তর করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ–সভাপতি হাবিবুর রহমান, পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, মোহাম্মদ কাশেম, শেখ টিপু চৌধুরী, এম বাবর আলী ইনু, আরিফুল ইসলাম খোকন প্রমুখ। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চন্দনাইশের হাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল কর্মী জহিরুল ইসলাম বাচা। ওই সময় তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর পক্ষে নগদ ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।