চন্দনাইশের জামিজুরীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৪ অপরাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তাসকিয়া (৩)। সে উপজেলার সাতবাড়িয়া বহরমপাড়ার জসিম উদ্দীনের মেয়ে। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরমপাড়ার জসিম উদ্দীনের শিশু কন্যা তাসকিয়া তার মা ও পরিবারের বড়দের সাথে জামিজুরী ঘোড়াপাড়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। বিকেলের দিকে সে অন্যান্যদের সাথে খেলা করার সময় হঠাৎ পাশ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু তাসকিয়ার মৃত্যুতে উপজেলার সাতবাড়িয়া ও জামিজুরীতে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে মার্কেটে দেশি কাপড়কে বিদেশি বলে বিক্রি
পরবর্তী নিবন্ধমহেশখালীসহ তিন উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট