চন্দনাইশে ৫ দিন ধরে কৃষক নিখোঁজ

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

চন্দনাইশে ৫ দিন ধরে শ্যামল কান্তি নাথ (৪৮) নামে এক কৃষক নিখোঁজ রয়েছেন। গত ২১ আগস্ট ভোরে ঘর থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানা যায়। নিখোঁজ শ্যামল কান্তি নাথ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাথপাড়ার পুলিন বিহারী নাথের ছেলে।

এ ব্যাপারে নিখোঁজ শ্যামলের ভাই পরিমল কান্তি নাথ বাদি হয়ে ওইদিন রাতেই চন্দনাইশ থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। ডায়েরি থেকে জানা যায়, শ্যামল কান্তি নাথ গত ২১ আগস্ট ভোর ঘর থেকে বের হয়। এরপর থেকে পরিবারে সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শ্যামল কান্তি কৃষি কাজ করেন। তার স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলে রয়েছে। ছেলে প্রবাসে থাকেন বলে জানা যায়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, শ্যামল কান্তি নাথ নামে এক ব্যক্তি নিখোঁজের ব্যাপারে তার ভাই পরিমল বাদি হয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সম্ভাব্য সব স্থানে আমরা ম্যাসেজ পাঠিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধকোরআন পোড়ানো ঠেকাতে আইন করছে ডেনমার্ক
পরবর্তী নিবন্ধচাল রপ্তানির লাগাম টানছে মিয়ানমারও