চন্দনাইশে ৫ ঘণ্টার ব্যবধানে স্বামী–স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মারা যান স্ত্রী মোছাম্মৎ জারিয়া বেগম (৬৯)। এর ঠিক ৫ ঘণ্টা পর রাত ১১টা ৪৫ মিনিটের দিকে মারা যান তার স্বামী আবদুল মাবুদ (৮২)। তারা দুজনই ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গতকাল রবিবার বেলা ১১টায় চন্দনাইশ পৌরসভা মাঠে একই সাথে স্বামী–স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুজনকে দাফন করা হয়। মারা যাওয়া স্বামী–স্ত্রী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল ফকিরের পিতা–মাতা। মৃত্যুকালে তারা ২ ছেলে, ৩ মেয়ে, নাতি–নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একই সাথে স্বামী স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ পৌরসভার সভাপতি মাওলানা মনিরুল হক, সহসাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার সভাপতি মাওলানা আবু তালেব, সাধারণ সম্পাদক মাজহার হেলাল।