চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬ জনকে ৮২ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার সকালে অভিযানে নামে। এসময় বিভিন্ন হার্ডওয়্যার দোকানে অনুমোদনহীন ডিনেচার্ড স্পিরিট, বাণিজ্যিক স্পিরিট এবং গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রয় করার অপরাধে ৬ জনকে ৮২ হাজার টাকা জরিমানা করেন। এসময় এসব দোকান থেকে ৩শ ২৯ লিটার স্পিরিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্পিরিট জনসম্মুখে বিনষ্ট করা হয়। অভিযানের সময় জরিমানা প্রাপ্তরা হলো জননী হার্ডওয়্যারের রিশু দাশকে ৭ হাজার, রাসেল এন্ড ব্রাদার্স এর জাহেদুল ইসলাম (২২) কে ২০ হাজার, জান্নাত হার্ডওয়্যার এন্ড ইলেকট্রনিক্সের মো. হাবিবুর রহমান (৫০) কে ১৫ হাজার, শাহ আমানত এন্টার প্রাইজের মো. মহিউদ্দীন (৪০) কে ১০ হাজার, খাজা ট্রেডার্সের মো. আলমগীর (৩৩) কে ২৫ হাজার, আবুল হাশেম (৬০) কে ৫ হাজার টাকাসহ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় স্পিরিট শনাক্তকরণ ও বিনষ্টিকরণে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানান, অভিযানে অনুমোদনহীনভাবে ডিনেচার্ড স্পিরিট, বাণিজ্যিক স্পিরিট এবং গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রয়ের মাধ্যমে সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্ন করার অপরাধে ৬ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৮২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।











