চন্দনাইশে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর বাদামতল চা-বাগান রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক নুর হাসান সজিব।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযানে বাদামতল চা-বাগান রাস্তার মাথা এলাকার কোয়ালিটি ব্রিকস ম্যানুফ্যাকচারিং ও শাহ আমানত ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামে ২টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। এসময় ২ টি ভাটা থেকে পোড়ানোর জন্য প্রস্তুতকৃত কাঁচা ইটও ধ্বংস করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলা অভিযানে র্যাব-৭, চন্দনাইশ থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন।