চন্দনাইশ উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১ হাজার ২০০ কৃষক পেল কৃষি প্রণোদনা। গতকাল বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব কৃষি প্রণোদনা বিতরণ করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রানী সরকার, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, এড. মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, সাইফুল ইসলাম শিপন প্রমুখ। অনুষ্ঠানে ১ হাজার ২০০ প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে আউশী বীজ, ২০ কেজি করে বিএপি, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।