চন্দনাইশে পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় হত্যা মামলার আসামি আবদুর রহমানকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার জসিম উদ্দীনের পুত্র। এছাড়া সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের চান্দেরপাড়া বড়পুকুরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. আশিককে (২০)। তিনি ওই এলাকার মৃত নেয়াজুর রহমানের পুত্র। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।