চন্দনাইশে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ির ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রবীণ সাংবাদিক এসএম রহমান (৬৫)। গতকাল শনিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে সাংবাদিক এসএম রহমান সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে বহনকারী সিএনজি অটোরিকশাটি গাছবাড়িয়া–বরকল–আনোয়ারা আঞ্চলিক সড়কের সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে যান।
তিনি দৈনিক নয়া দিগন্তের পটিয়া–চন্দনাইশ সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।