চট্টগ্রামের চন্দনাইশে শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় অনন্যা বড়ুয়া নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অনন্যা বড়ুয়া চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা রাসেল বড়ুয়ার স্ত্রী।
রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার সময় স্থানীয় লোকজন থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। উক্ত ঘটনায় নিহতের পিতা বিপ্লব বড়ুয়া বাদী হয়ে থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেন বলেও জানান তিনি।