চন্দনাইশে রেললাইনের পাশ থেকে আবু রায়হান (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার কাঞ্চননগর রেলস্টেশনের পার্শ্ববর্তী রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে পেশায় রাজমিস্ত্রি ছিল।
স্থানীয়রা জানান, কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং এলাকার মো. ইদ্রিছ মিয়ার ছেলে রাজমিস্ত্রির কাজে নিয়োজিত আবু রায়হান ১৫ দিন আগে চন্দনাইশের কাঞ্চননগর এলাকায় কাজে আসে। গতকাল ভোরে চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রেললাইনের কাঞ্চননগর রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে গতকাল সকালে ঘটনাস্থল থেকে আবু রায়হানের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বড় ভাই আবু বক্কর জানান, তার ভাইয়ের এজমার সমস্যা ছিল। হয়তো এ কারণে তার মৃত্যু হতে পারে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন জানান, উদ্ধারকৃত লাশের বাম পায়ে সামান্য আঘাতের চিহ্ন এবং মুখে একটু রক্ত দেখা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। যেহেতু এ ব্যাপারে কোন অভিযোগ নেই, তাই একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে বলে জানান ওসি।