চন্দনাইশে রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় স্কুল শিক্ষার্থী আহত

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৯ জানুয়ারি, ২০২১ at ৭:৫৮ অপরাহ্ণ

চন্দনাইশে সড়ক পারাপারের সময় যাত্রীবাহী পিকআপের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তার নাম মো. জুবায়ের (১৩)। আজ শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার সময় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাধীন পাঠানীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া এলাকার আবুল বশরের পুত্র খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র জুবায়ের বেলা ১১টার দিকে চন্দনাইশের দোহাজারী জামিজুরী এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল। সে পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী পিকআপ তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত জুবায়েরের ভাই আবু জুনাইদ জানান, জুবায়ের শনিবার সকালে জামিজুরীস্থ নানা বাড়িতে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিলে সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির বাঘাইছড়িতে দুইপক্ষের গোলাগুলি, জনমনে আতঙ্ক
পরবর্তী নিবন্ধসাংবাদিকের কাজ সত্য তুলে ধরা: চবি উপাচার্য