চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ১১ জন যাত্রী আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রীর প্রাণ। গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে চন্দনাইশ উপজেলার পাঠানিপুল এলাকায় ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস পাটানিপুল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন চট্টগ্রামের হালিশহর এলাকার আবু রায়হান (৪৩), বাঁশখালী উপজেলার মোহাম্মদ ইউসুফ (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার ফিজুল ইসলাম নান্টু (৬২), ইলিয়াস হোসেন (৬০), ময়মনসিংহের শেখ মোহাম্মদ আবদুর সাত্তার (৪০), নাজমা খাতুন (৪৫), দৌবড়া থানার মুন্সিরহাট এলাকার ঝর্ণা বেগম (৫৩), আবুল হক (৫৩), লাভলি বেগম (৫০), রেহেনা পারভিন (৪০), কুমিল্লার রুবি আক্তার (২৭)। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, একটি ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের বহনকারী যাত্রীবাহী বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় পাটানিপুল এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।