চন্দনাইশে মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র জমা

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৯:১৯ অপরাহ্ণ

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আজ রবিবার (১৭ জানুয়ারি) মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মেয়র পদে ৬, সংরক্ষিত আসনে ৯ ও সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল থেকে প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. মাহাবুবুল আলম খোকা দুপুর ১২টায় তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী, পৌরসভা আ’লীগ সভাপতি এম. কায়সার উদ্দীন চৌধুরী, তৌহিদুল ইসলাম রহমানী, মোজাম্মেল হক প্রমুখ।
এরপর বিকেল ৩টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, বিএনপি নেতা সরওয়ার হোসেন চৌধুরী, মাহাদুর রহমান মাহাদু, আকতার হোসেন চৌধুরী, মো. নুরুল হুদা বাবর প্রমুখ।
এর আগে দুপুর ১টার দিকে এলডিপি মনোনীত প্রার্থী এম.আইনুল কবিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র আইয়ুব কুতুবী, দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, ফজলুল হক, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, এলডিপি নেতা আকতার উদ্দীন, মো. জমির হোসেন প্রমুখ।
বিকেলে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ ফারুক বাহাদুর তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা আমিনুর রহমান রেজভী, অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, মাও. রেজাউল করিম তালুকদার, মুহাম্মদ আবদুল হাকিম, মাও. খাজা মোবারক আলী প্রমুখ। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে একমাত্র মহিলা চেমন আরা বেগমের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আকতার উদ্দীন, মো. জমির হোসেন, মো. মহসিন চৌধুরী প্রমুখ। বিকেল ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা মোঃ ইখতিয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আবু ছালেক, আবু ছিদ্দিক, মুজিবুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। ইখতিয়ার উদ্দীন বলেন, তিনি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেননি। তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে বিএনপি মনোনীত প্রার্থীর বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রয়োজনে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে জানান।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও নং ওয়ার্ডে শিরিন আকতার, খোরশেদা বেগম। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস, সুমি বড়ুয়া, কোহিনুর আকতার, জান্নাতুল ফেরদৌস। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে হাসনারা বেগম, মুছাম্মৎ তাহেরা বেগম চৌধুরী, রাজিয়া বেগম। সাধারণ কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডে অজয় দত্ত, সুলতান মঈনুদ্দিন মোরশেদ চৌধুরী, মোহাম্মদ জাহেদুল ইসলাম, মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ শাহেদুল ইসলাম, সুজন সরকার। ২নং ওয়ার্ডে মুহাম্মদ ইউচুফ, আব্দুর সবুর, কেএম হামিদ উদ্দিন, মুহাম্মদ মোজাম্মেল ইসলাম সোহেল, কামাল হোসেন চৌধুরী, মুহাম্মদ নুরুল ইসলাম। ৩নং ওয়ার্ডে মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ আবুল কালাম। ৪নং ওয়ার্ডে মুহাম্মদ নাসির উদ্দিন, মুহাম্মদ মাসুদুর রহমান, মোঃ আব্দুল কাদের, মুহাম্মদ গোলাম মোস্তফা। ৫ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহ্ আলম, সুভাষ কান্তি বড়ুয়া, মোঃ নুরুল কবির, মোহাম্মদ সেলিম। ৬নং ওয়ার্ডে আবু তাহের, আব্দুল হক, মোরশেদুল আলম, মোঃ সৈয়দ, আইয়ুব মিয়া, আবু জাফর, মাহবুব কবির, সরওয়ার ইসলাম, মোঃ শাহাদাত, মোহাম্মদ ওমর ফারুক। ৭নং ওয়ার্ডে মোহাম্মদ হেলাল উদ্দিন, মোঃ ফরিদ আহমদ, আবু ছাদেক, শওকত হোসেন, মোঃ মোজাম্মেল হক চৌধুরী, মোঃ ফারুক। ৮নং ওয়ার্ডে- মোহাম্মদ আবু তৈয়্যব, সিরাজুল ইসলাম, মোহাম্মদ নুরুন্নবী, মোঃ আব্দুর রহিম, কাজী মোহাম্মদ সেলিম, আব্দুল জলিল এবং ৯নং ওয়ার্ডে মোঃ খোরশেদ আলম সবুজ, মোহাম্মদ লোকমান হাকিম, মোঃ মোসলেম মিয়া, মুহাম্মদ আইনুল হুদা চৌধুরী, মুহাম্মদ সেকান্দর হোসাইন, মামুনুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, চন্দনাইশে মেয়র পদে ১১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৭১ জন মনোনয়নপত্র নিয়েছিলেন। এরমধ্যে গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ও ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধএলাকাবাসীকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করব: হাসান মুরাদ বিপ্লব
পরবর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী মাহামুদুর রহমানের গণসংযোগ