চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর বাগিচাহাট খান বটতল এলাকায় বিপরীতমুখী একটি ইটবোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে চট্টগ্রামমুখী একটি ইটবোঝাই ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১৬-৮৫৩৯) উপজেলার বাগিচাহাট খান বটতল এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী যাত্রীবাহী অপর একটি মাইক্রোবাস (নং-চট্ট মেট্রো-চ-১১-৭৫৪৫)কে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পরপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় মহাসড়কের মাঝখানেই আটকে পড়ে ট্রাকটি।
এদিকে আজ বৃহস্পতিবার হওয়ায় মহাসড়ক যানবাহনের সংখ্যাও ছিল বেশি। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে কমপক্ষে ৫ থেকে ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় গাড়ি ২টি সামান্য ক্ষতিগ্রস্থ হলেও হতাহত থেকে অল্পের জন্য রক্ষা পায় অনেক যাত্রী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত জানান, খবর পেয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপর মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হলেও তা আধা ঘণ্টার মধ্যেই স্বাভাবিক হয়ে আসে।