আগামী ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক ২০ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হয়েছে। প্রথমদিনেই ২০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এদের মধ্যে ১৮ জন সাধারণ কাউন্সিলর ও ২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। প্রথম দিন মেয়র পদে কেউ মনোনয়ন ফরম নেননি।
তিনি আরো জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষদিন। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ও ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।