চন্দনাইশে বিএনপি-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি রোডমার্চে যাওয়াকে কেন্দ্র করে চন্দনাইশে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। গতকাল বিকেল ৩টার দিকে গাছবাড়িয়া কলেজ গেট ও খানহাট এলাকায় এ ঘটনা ঘটে। রোডমার্চে যাওয়া কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এসময় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি রোড মার্চে যাওয়ার সময় বিকেল ৩টার দিকে উপজেলার গাছবাড়িয়া এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাধা দেয় এবং বেশ কয়েকটি গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে দিলে তারা চলে যায়। কিন্তু পরবর্তীতে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের একটি গাড়ি বহর ঘটনাস্থলে আসলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা ব্যবহার করে। দফায় দফায় চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম চৌধুরী জানান, বিকেল ৩টার দিকে তিনি ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা গাছবাড়িয়া কলেজ গেট থেকে গাছবাড়িয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি অফিস দেখতে যাচ্ছিলেন। এসময় বিএনপির রোডমার্চে যাওয়া যানবাহন থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা ও সাধারণ শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এর প্রতিবাদে কয়েকটি গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে চলে যেতে বললে বিএনপির সন্ত্রাসীরা গাড়িতে মজুদ রাখা ইটপাটকেল, লাঠিসোটা ও হকিস্টিক নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলায় সাধারণ শিক্ষার্থীসহ কমপক্ষে ৬/৭ জন নেতাকর্মী আহত হয়। আহতরা হলেন, ইমরান, ফারুক, তুর্য, রিয়াসাদ, মিনহাজ এবং করিম। এছাড়াও আরো বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী জানান, কক্সবাজার, বান্দরবান, লোহাগাড়া, সাতকানিয়াসহ বিভিন্ন এলাকা থেকে রোড মার্চে যোগ দিতে যাওয়া গাড়ি বহর চন্দনাইশে পৌঁছালে উপজেলার গাছবাড়িয়া বুলার তালুক, গাছবাড়িয়া কলেজ গেট ও খানহাট এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থক আহত হয়। তবে তাৎক্ষণিক তিনি আহতদের নাম জানাতে পারেননি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, বিকেল ৩ টার দিকে কে বা কারা বিএনপির রোডমার্চে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছেন ওসি।

পূর্ববর্তী নিবন্ধমূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক
পরবর্তী নিবন্ধসময় আছে, শান্তিপূর্ণভাবে পদত্যাগ করেন : ফখরুল