চন্দনাইশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব–১৭) উদ্বোধন করা হয়। গত বুধবার বিকেলে উপজেলা গাছবাড়িয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী।
উদ্বোধনী খেলায় বরমা ইউনিয়ন ফুটবল একাদশ ১–০ গোলে জোয়ারা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু প্রমুখ।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় অংশ নেয় ধোপাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ ২–০ গোলে সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।












