পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে চন্দনাইশের ২ পৌরসভা ও ৮ ইউনিয়নের প্রায় ১৯ হাজার পরিবারে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণের উদ্বোধন করেন সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী।
উপজেলা ত্রাণ, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় অতিদরিদ্র ও অসহায় প্রতি পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আবদুল শুক্কুর কোম্পানী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে চন্দনাইশ পৌরসভায় ৪ হাজার ৬২১, দোহাজারী পৌরসভায় ১ হাজার ৫৪০, কাঞ্চনাবাদে ২ হাজার, সাতবাড়িয়ায় ১ হাজার ৯৭০, বরমায় ১ হাজার ৮৬১, বৈলতলীতে ১ হাজার ৮৩৪, হাশিমপুরে ১ হাজার ৭৭৬, বরকলে ১ হাজার ৬৫৬, জোয়ারায় ৮৪০ ও ধোপাছড়ি ইউনিয়নে ৮২৪ পরিবারসহ ১৮ হাজার ৯২২ পরিবারে ভিজিএফের চাল বিতরণ করা হবে।