চন্দনাইশে পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৯:১৩ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ১ জন, পরোয়ানা ও নিয়মিত মামলায় ২ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে পুলিশ পৃথক এ অভিযান চালায়।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিমের নেতৃত্বে একদল পুলিশ দোহাজারী পৌরসদরস্থ ডিডিএল টাওয়ারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়।
এসময় রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপ(নং-চট্টমেট্টোঃ-ন-১১-৬৮২৪)কে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালায়।
এসময় পুলিশ গাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক কারবারি সাইদুর রহমান প্রকাশ শাহেদ(২৩)কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শাহেদ কক্সবাজার জেলার রামু উপজেলার উত্তর খুনিয়া পালং গ্রামের মৃত আব্দুছ ছালাম ড্রাইভারের পুত্র। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এদিকে, পুলিশের অপর দল উপজেলার দোহাজারী বারুদখানা এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের সাজা ও ৫,০০০/-টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মৃত নজির আহম্মদের পুত্র মো. জামাল উদ্দিন (২৭) এবং উপজেলার জোয়ারা ইউনিয়নের জিহস ফকিরপাড়ার জমির আহম্মদের পুত্র নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামী জয়নাল আবেদীন(২৪)কে গ্রেপ্তার করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, গ্রেপ্তারদের আজ রবিবার (২৪ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিমের গণসংযোগ
পরবর্তী নিবন্ধছুরিকাঘাতে যুবলীগ নেতা আহত গ্রেপ্তার ১