চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের রওশনহাট এলাকায় আইসক্রিম পরিবহনকারী একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতদের স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে চন্দনাইশের মোহাম্মদপুর এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন এলাকার মো. পেয়ারু (৩২)।এসময় তিনি ২ জন যাত্রী নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে সকাল ৭টার দিকেক রওশনহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়।
এসময় সিএনজিচালিত অটোরিকশার সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। পিকআপ ভ্যানটিও সড়কের পাশে উল্টে পড়ে যায়।
এ ঘটনায় আহতরা হলো উপজেলার মোহাম্মদপুর এলাকার ইউনুচ মিয়ার পুত্র অটোরিকশা চালক মো. পেয়ারু (৩২), মৃত হাজী মুন্সি মিয়ার পুত্র নুরুল আমিন (৪৫) ও বোয়ালখালী উপজেলার মো. রাশেদ (৩০)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বৃষ্টিপাতে সড়ক পিচ্ছিল হয়ে পড়েছে। এ অবস্থায় চালকদের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটছে বলে জানান তিনি।
এদিকে, আজ বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার দোহাজারী দেওয়ানহাট বিএডিসি অফিসের সামনে পাথর বোঝাই একটি ডাম্প ট্রাক উল্টে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।