চন্দনাইশে পাথর ও বালি বোঝাই ট্রাকের সংঘর্ষ

চালক ও সহকারী আহত

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

চন্দনাইশে বালু ও পাথর বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চননগর পাক্কা দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি পাথর বোঝাই ট্রাকের (চট্টমেট্রো ট- ১১- ৮৮৯৫) সঙ্গে বিপরীতমুখী বালুবাহী গাড়ির (চট্টমেট্রো শ- ১১- ৩৬১৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় পাথর বোঝাই ট্রাকের চালক মো. রেজাউল করিম ও তার সহকারী মো. করিম মিয়া গাড়ির ভেতর আটকা পড়েন। তাদের বাড়ি টেকনাফ উপজেলার মিঠা পানিরছড়ায় বলে জানা গেছে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। গাড়ির দরজা কেটে আহত চালক ও সহকারীকে উদ্ধার করেন তারা। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে মহাসড়কে দুর্ঘটনা ঘটায় ওই সময় কয়েকশ যানবাহন আটকে পড়ে। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, মহাসড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে দুর্ঘটনার পর বালি বোঝাই ট্রাকের চালক ও সহকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ট্রাক দুটি জব্দ করেছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধঠিকাদারের বিলে ওয়ার্ড কাউন্সিলরদের সুপারিশ বন্ধের নির্দেশনা
পরবর্তী নিবন্ধকাটল জটিলতা, যমুনা অয়েলে নতুন ২০ কর্মকর্তা নিয়োগ