চন্দনাইশে পশুর ঔষধ বিক্রির দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২৪ মে, ২০২১ at ৭:৩২ অপরাহ্ণ

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ঔষধ বিক্রি ও লাইন্সেস না থাকায় একটি পশু খাদ্য ও ঔষধ বিক্রির দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের নেতৃত্বে আজ সোমবার (২৪ মে) বিকেলে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ অভিযান চলে। এসময় ওই দোকান থেকে বেশ কিছু ঔষধ জব্দ করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন জানান, কোরবানি ঈদকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ, বিক্রি ও প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর আলোকে আয়াজ এগ্রো নামে একটি দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অনুমোদনহীন বেশকিছু ঔষধ জব্দ করা হয় এবং তা ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৪ দিন পর মৃত্যু
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনের বিরুদ্ধে মামলা