চন্দনাইশে নৌকার অফিসে আগুন, ভাঙচুর

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:১৯ অপরাহ্ণ

চন্দনাইশের বরকল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খানের ১টি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আবদুল আলীমের ১টি নির্বাচনী অফিসে ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে এ দু’টি ঘটনা ঘটে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে অপ্রীতিকর এসব ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ ভোটারদের মধ্যেও বিরাজ করছে আতংক।

স্থানীয়ভাবে জানা যায়, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দনাইশের বরকল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান নির্বাচনী কার্যকলাপ পরিচালনার জন্য ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনাজি পুকুরপাড় এলাকায় নির্বাচনী অফিস চালু করেন।

ঘটনার দিন গতকাল সোমবার গভীর রাতে কে বা কারা তার নির্বাচনী অফিসটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় পাশাপাশি বোরহান উদ্দীনের চা দোকান ও মো. ইউসুপের পানের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান জানান, অফিস সংলগ্ন এক চেয়ারম্যান প্রার্থীর ঘরে সোমবার গভীর রাত পর্যন্ত মিটিং হয়। তার ধারণা মিটিং শেষে যাওয়ার সময় কে বা কারা তার নির্বাচনী অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। এতে পার্শ্ববর্তী আরো ২টি দোকান পুড়ে যায়। বিষয়টি তিনি চন্দনাইশ থানায় অবহিত করেছেন এবং অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এদিকে, চন্দনাইশ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. শাহ আলম খান বলেন, “রাত ১টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি।” তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি পার্শ্ববর্তী চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বলে জানান।

অপরদিকে, একই রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল আলীমের ৫নং ওয়ার্ডের চামাছড়ি এলাকার নির্বাচনী অফিসটিও ভাঙচুর ও নৌকার পোস্টার ছিঁড়ে তছনছ করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে তিনি চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।

তিনি আরো জানান, গত ২৫ ডিসেম্বর বিকেলে একই এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি ও তার কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার বিচার দাবি করেন তিনি।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী অফিসে আগুন দেয়া, ভাঙচুর ও হামলার ঘটনায় নিন্দা জানান স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ-পুলিশ পরিদর্শক) আতাউল হক চৌধুরী জানান, ৫নং ওয়ার্ডে নৌকার প্রার্থী আবদুল আলীমের নির্বাচনী অফিসে রাতে কে বা কারা পোস্টার ছিঁড়ে দেয়ার বিষয়টি তিনি স্থানীয়ভাবে জানতে পেরেছেন। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে বিকল ফিশিং বোট থেকে ৭ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
পরবর্তী নিবন্ধবান্দরবানে যুবকের মরদেহ উদ্ধার