চন্দনাইশে ইয়াবাসহ ২ জন ও পরোয়ানাভুক্ত ২ জনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার জোয়ারা বাদামতল, গাছবাড়িয়া কলেজ গেট, হাশিমপুর ও কেশুয়া এলাকায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে শুক্রবার ভোররাতে পুলিশদল উপজেলার জোয়ারা ইউনিয়নের বাদামতল বাজারের পশ্চিম পার্শ্বে অভিযান চালায়। এ সময় কুলালপাড়া সড়কের মুখ এলাকা থেকে ৩৪০ ইয়াবাসহ নগরপাড়ার এজাহার মিয়ার পুত্র জাহেদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করে। একইদিন পুলিশের অপরদল চন্দনাইশ পৌরসভার বটতল দূর্লভপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২১৬ ইয়াবাসহ পূর্ব সাতবাড়িয়া এলাকার মহিউদ্দিন প্রকাশ বাদশা মিয়ার পুত্র মো. আলমগীরকে (৩৫) গ্রেপ্তার করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় চন্দনাইশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। অপরদিকে গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাশিমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আলী এবং কেশুয়া এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত আসামি মো. ওসমান গণিকে গ্রেপ্তার করে।












