চন্দনাইশে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ২ ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় কাঠ পোড়ানোর দায়ে বিসমিল্লাহ ব্রিকস ও বার আউলিয়া ব্রিকসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার জানান, জরিমানাকৃত ইটভাটা কর্তৃপক্ষের নিকট থেকে আগামীতে আর কাঠ পোড়ানো হবে না মর্মে মুচলেখা নেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।












