চন্দনাইশে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

দ্রুত বিচার আইনে মামলা

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে স্ক্র্যাপ ব্যবসায়ীর গলায় ছুরি ধরে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী স্ক্র্যাপ ব্যবসায়ীর নাম মো. শরীফ। বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি চন্দনাইশ পৌর এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্ক্র্যাপ ব্যবসা করছিল।

জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার জোয়ারা মাদ্রাসা সংলগ্ন এলাকায় ৩ জন ছিনতাইকারী মো. শরীফ মিয়ার গলায় ছুরি ধরে পাশ্ববর্তী কবরস্থানে নিয়ে গিয়ে মারধর করে। এ সময় ব্যবসায়ীর ১৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও পকেটে থাকা নগদ ১৭শ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভিকটিম থানায় এসে অভিযোগ দিলে পুলিশ মহিলা কলেজের সামনে থেকে ওই ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান এলাকার মো. হিরু (২৬), গাবতল এলাকার তৌহিদুল আলম প্রকাশ সাকিব (২০), হাজির পাড়া এলাকার শাখাওয়াত হোসেন (২৪)। চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়েরের পর বাদীর দেখানো ও শনাক্ত মতে ৩ ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের নিকট থেকে ছিনতাইয়ের মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-যুক্তরাষ্ট্র ১১তম দ্বিপাক্ষিক সামরিক সংলাপ শুরু হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধর‌্যাবের বিলুপ্তি চায় বিএনপি