চন্দনাইশে সাতঘাটিয়া পুকুরপাড়স্থ শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজিত রাত্িরকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট গত ১৫ জানুয়ারি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় চরবরমা ইয়াং বয়েজ ফুটবল একাদশ ২–০ গোলে জাফরাবাদ মায়েরদোয়া ক্লাবকে হারিয়ে জয়লাভ করে। উদ্বোধনী অনুষ্ঠানে আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিন আহমেদ। উদ্বোধক ছিলেন আবুধাবি সাইবার ইউজার দলের সভাপতি মোহাং ওবাইদুল হক চৌধুরী সিআইপি। এতে বিশেষ অতিথি ছিলেন এম এ হাসেম রাজু, আবদুল মাবুদ, সিরাজুল ইসলাম সওদাগর, এস এম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, নওশা মিয়া সওদাগর, এডভোকেট রশিদ আহমেদ হিরু, কমিশনার নুরুল কবির, শহিদুল ইসলাম, পৌর সিরাজুল মোস্তফা, জাহাঙ্গীর আলম, মোরশেদুল আলম, মো. সাজ্জাদ হোসেন, মো. সায়েম, আবদুল আজিজ সওদাগর, হারুন কনট্রাকটর, জেবল মিস্ত্রি, ফারুক কোম্পানী, ডা. মোহাম্মেল হক, মো. ফারুক, মো. সুমন খান, মো. হামিদ খান, মো. অমিত হাসান, কাইছার উদ্দীন বিপলব, সৈয়দ শিবলী ছাদেক কফিল, নারায়ণ দেব ও মো. ইউসুফ প্রমুখ।











