চন্দনাইশে খামারির মাথায় অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ৬টি গরু, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে সন্ত্রাসীরা।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডেবারকুল আবদুল হাই মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিয়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১২ লক্ষাধিক টাকার উপরে বলে জানান ক্ষতিগ্রস্থ খামারি জসিম উদ্দীন।
স্থানীয় আবদুল হাই মেম্বার জানান, মঙ্গলবার গভীর রাতে ১২ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জসিমের খামারে হানা দেয়।
এসময় তারা খামারে প্রবেশ করে গরু ট্রাকে তোলার সময় টেক পেয়ে খামারের মালিক জসিম ঘরের দরজা খোলার সাথে সাথে জসিম ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেঁধে ফেলে।
পরে সন্ত্রাসীরা খামার থেকে সবচেয়ে বড় সাইজের ৬টি গরু ট্রাকে তুলে ফেলে। কয়েকজন ঘরে প্রবেশ করে একজোড়া স্বর্ণের কানফুল, ১টি আংটি ও নগদ ৫/৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে সন্ত্রাসীরা খোদারহাট ব্রীজ পার হয়ে সাতকানিয়ার দিকে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভিকটিম খামারি জসিম উদ্দীন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন।