চন্দনাইশে কাভার্ডভ্যান ও টেক্সির সংঘর্ষ, আহত ৬

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা যেন থামছেই না। প্রতিদিন দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও চকরিয়া উপজেলার কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানিসহ আহত হচ্ছেন অসংখ্য যাত্রী। এবার কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত টেক্সির সংঘর্ষে এক পরিবারের ৫ জনসহ গুরুতর আহত হয়েছেন ৬ জন। গতকাল রোববার দুপুর দেড়টায় চন্দনাইশের বাগিচাহাট খান বটতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। জানা যায়, পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় একটি টেক্সির সামনের চাকা ফেটে গেলে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় টেক্সির যাত্রী একই পরিবারের ৫ জন ও চালকসহ ৬ জন আহত হয়। আহতরা হলেন সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের মো. নেজাম উদ্দিন (৪০), তার স্ত্রী সায়মা আক্তার সুমি (২৭), ছেলে মো. হাসান (১২), মেয়ে জান্নাতুল ফেরদৌস (), ওয়ারিয়া জান্নাত (), এবং টেক্সিচালক আনোয়ারা উপজেলার আবদুল হাকিম (৪৫)। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চালক আবদুল হাকিমকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকী আহতদের দোহাজারী হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জানা যায়, আহত নেজাম উদ্দীন তার পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাল নোটসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদগ্ধ ১০ জনের মধ্যে মারা গেলেন ২ শ্রমিক